মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাড়ে ৮ হাজার আইপ্যাড কিনল বার্কলেস ব্যাংক !
সাড়ে ৮ হাজার আইপ্যাড কিনল বার্কলেস ব্যাংক !
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বার্কলেস ব্যাংক সাড়ে ৮ হাজার আইপ্যাড কিনেছে। এ ক্ষেত্রে তাদের সাহায্য করেছে ইনসাইট ইউকে নামের একটি প্রতিষ্ঠান। খবর রেজিস্টারের।
বার্কলেস ব্যাংকের আইপ্যাড ক্রয় যুক্তরাজ্যের আর্থিক খাতে সবচেয়ে বড় ক্রয়গুলোর অন্যতম। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আইপ্যাডগুলো কাস্টমারদের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের যোগাযোগে ব্যাপক ভূমিকা রাখবে। ফলে উন্নত হবে ক্রেতা অভিজ্ঞতা।
বাজারে এত ট্যাবলেট থাকতে আইপ্যাড কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশেষ প্রয়োজনে আইপ্যাডের চেয়ে সেরা সুবিধা অন্য কোনো ট্যাবলেট কম্পিউটার দিতে পারবে না বলে আমরা মনে করেছিলাম। যুক্তরাজ্যে বার্কলেসের যত শাখা রয়েছে, তার সবগুলোয় আইপ্যাড ব্যবহার এরই মধ্যে শুরু হয়েছে।’
অ্যাপল আইপ্যাড সম্পর্কে বিস্তারিত বিবরণী বার্কলেস ব্যাংক প্রকাশ করেনি। তবে আইপ্যাডের জন্য মর্টগেজ ব্রেইন নামে একটি অ্যাপ ব্যবহারের পরিকল্পনা তাদের আছে। বার্কলেস উলউইচ, আরবিএস, ভার্জিন মানি, সানতানদার, লয়েডস টিএসবি ও নেশনওয়াইড নামে ছয়টি ব্যাংক মর্টগেজ ব্রেইন নামের অ্যাপটির স্বত্বাধিকারী। বন্ধকি ব্যাংকারদের উদ্দেশ্য করে অ্যাপটি বানানো হয়েছে বলে মর্টগেজ ব্রেইনের প্রধান নির্বাহী মার্ক লফটহাউজ জানান। - এসবিবি