সোমবার ● ২৬ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৮ ডিসেম্বরে ঢাকা অঞ্চলের এসিএম - আইসিপিসি ২০১২
৮ ডিসেম্বরে ঢাকা অঞ্চলের এসিএম - আইসিপিসি ২০১২
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদা পূর্ন প্রোগ্রামিং কনটেষ্ট এসিএম - আইসিপিসি - ২০১২ আগামী ৮ ডিসেম্বর ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত “মিট দ্যা প্রেস” এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা ফারুক মোহাম্মদ ও সমাপনী ও এওয়ার্ড নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু ।
এবারের প্রোগ্রামিং কনটেস্টটিকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে এসিএম-আইসিপিসি ২০১২ ঢকা অঞ্চলের মূল পর্বের আগে বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত প্রিলিমিনারী রাউন্ড - সর্ববৃহৎ অন লাইন কনটেষ্ট যা গত ১০ নভেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ৪০০ টি দল অংশগ্রহণ করে। প্রিলিমিনারী রাউন্ড থেকে কোটা ভিত্তিক বিবেচনায় এবং অতীতের সাফল্য ও পারফরমেন্স মূল্যায়নে ৬৪ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউটের সর্বোচ্চ ১৫০ টি দল ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২ এর মূলপর্বে অংশ গ্রহন করবে। এছাড়া চীন এবং ভারত থেকে তিনটি দলও মূলপর্বে অংশ গ্রহন করবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের প্রতিযোগিতা হবে এশিয়ার সর্ববৃহৎ আঞ্চলিক কম্পিউটার প্রোগ্রামিং কনটেষ্ট। এই প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে ওয়ার্ল্ড ফাইনালস ২০১৩ এর মূলপর্বে অংশগ্রহনের সুযোগ যা রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় ২০ টি দলকে নগদ অর্থের পাশাপাশি এসিএম-আইসিপিসি ঢাকা অঞ্চল ২০১২ এর স্মারক পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
এ আয়োজনের প্লাটিনাম পার্টনার হিসাবে আমেরিকার ক্লাউড স্পোকস্ ডট কম সহযোগিতা প্রদান করছে এবং আগামী দিনগুলিতে আরো বেশী সক্রিয় সহযোগিতা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে কনটেস্ট ডিরেক্টর এর সাথে ইতমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ক্লাউড স্পোকস্ প্রতিযোগিদের জন্য বিভিন্ন ফান ইভেন্টস এর আয়োজনের পাশাপাশি প্রোগ্রাম এমবাসাডার হিসাবেও কাজ করবে। অনুষ্ঠানের সিলভার পার্টনার থেরাপ (বিডি) লিঃ ও তাদের সহযোগিতার প্রদান করেছে এবং উৎসব হলে তদের প্রদর্শণীতে প্রতিযোগিদের জন্য বিভিন্ন চাকুরীর পেক্ষিত সমূহ তুলে ধরবে। নেটওয়ার্ক পার্টনার গজী কমিউনিকেসন্স লিঃ এবং হার্ডওয়্যার সাপোর্ট পার্টনার গ্লোবাল ব্র্যান্ড এ ইভেন্টে কাড়িগরি সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি উৎসব হলে জিপি আইটি এবং দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি আইটি প্রতিষ্ঠান রিক্রুটমেন্ট ফেয়ারের আয়োজন করবে।