সোমবার ● ২৬ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও বিশ্বরেকর্ড করল ‘গ্যাংনাম স্টাইল’
ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও বিশ্বরেকর্ড করল ‘গ্যাংনাম স্টাইল’
দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্বরেকর্ড করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জুলাই মাসে ইউটিউবে পোস্ট করার পর থেকে এখন পর্যন্ত এ ভিডিওটি ৮০ কোটিরও বেশিবার দেখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত এলাকার নাম ‘গ্যাংনাম’। আজগুবি নাচের ভিডিওটির নামের জন্য এ এলাকাটিকেই বেছে নিয়েছেন পপ তারকা সাই। তাঁর নাচে ফুটে উঠেছে অদৃশ্য ঘোড়ার ওপর বসে মজা করার বিশেষ ব্যঙ্গ নাচ। সাইয়ের গ্যাংনাম স্টাইলের এ নাচের বিভিন্ন সংস্করণ দেখতে পাওয়া যায় ইউটিউবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের সেরা ভিডিও হিসেবে পুরস্কার জিতেছে সাইয়ের গ্যাংনাম স্টাইল। ইউটিউবে সবচে বেশি লাইক পাওয়ার রেকর্ডও এ গানটির। সেরা লাইক পাওয়ার ক্ষেত্রে জাস্টিন বিবারের ‘বেবি’কে ছাড়িয়ে গেছে ‘গ্যাংনাম’।
পার্ক জে-স্যাং-ই মূলত সাই নামে পরিচিতি। তাঁর বাবা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত একটি সেমিকন্ডাক্টার প্রতিষ্ঠানের প্রধান। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে এসে সাই তাঁর কলেজ ছেড়ে পালিয়েছিলেন। লেখাপড়ার পেছনে খরচ না করে তিনি সে টাকায় বিভিন্ন বাদ্যযন্ত্র কিনতেন। পরে বার্কলি কলেজ অব মিউজিক থেকে তিনি সংগীত বিষয়ে স্নাতক ডিগ্রি পান। ২০০১ সালে দক্ষিণ কোরিয়ায় তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হলে শুরুতেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
মজা করে গান গাওয়াটাকেই আদর্শ মনে করেন কালো রোদ চশমা আর অভিজাত পোশাকে সেজে থাকা ৩৪ বছর বয়সী সাই। গ্যাংনাম স্টাইল বা অদৃশ্য ঘোড়ার ওপর চড়ে আজগুবি নাচের জন্যই সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা তাঁর। - এসপিএ