রবিবার ● ২৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » স্মার্টফোন বিক্রয়ে অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং
স্মার্টফোন বিক্রয়ে অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং
ইউবিএস বিশ্লেষক নিকোলাস গদোইসের মতে, বছরের শেষ প্রান্তিকে স্যামসাং ৬ কোটি ১৫ লাখের বেশি স্মার্টফোন বিক্রি করবে, যা গত প্রান্তিকের তুলনায় ৫ শতাংশ বেশি। জোনহাপ নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রি করেছিল স্যামসাং। চতুর্থ প্রান্তিক ছুটির মৌসুম হওয়ায় বিক্রির পরিমাণ আরও বাড়বে। গ্যালাক্সি নোট টুর জনপ্রিয়তা প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি বাড়াবে। গত প্রান্তিকের চেয়ে তা ৫ শতাংশ বেশি। গত সেপ্টেম্বরে ডিভাইসটি বাজারে আনে স্যামসাং।
জোনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারীদের উদ্দেশে লেখা এক নোটে গদোইস লেখেন, ‘বাজারে আসার প্রথম পাঁচ সপ্তাহে ৩০ লাখ গ্যালাক্সি নোট টু বিক্রি হয়েছে। এশিয়া ও ইউরোপের ক্রেতাদের কাছে এ ফোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ কারণে আমরা মনে করি, সব মিলিয়ে চতুর্থ প্রান্তিকে ৭০ লাখ গ্যালাক্সি নোট টু বিক্রি হবে। চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ গ্যালাক্সি নোট টু বিক্রি হতে পারে বলে আমরা আগে ধারণা করেছিলাম। এ ছাড়া গ্যালাক্সি এসথ্রি স্যামসাং স্মার্টফোন বিক্রি বাড়াবে।’
গত মে মাসে স্যামসাং গ্যালাক্সি এসথ্রি জনসমক্ষে আসে। সেই থেকে অক্টোবর পর্যন্ত ৫৫ লাখের বেশি এসথ্রি বিক্রি হয়েছে। আইফোন ফাইভ ক্রেতাদের কাছে প্রিয় হলেও তা গ্যালাক্সি এসথ্রির বিক্রিতে প্রভাব ফেলবে সামান্যই। স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তবে আইডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতে, স্যামসাং বাজারে বিক্রির দিক থেকে অ্যাপলের চেয়ে এগিয়ে। - এসবিবি