শনিবার ● ২৪ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষ
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি বেসরকারী সংস্থা ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষরে জন্য অনকেদনি ধরইে কাজ করে আসছে সিএসআইডি ।
প্রকল্পটির আওতায় ২০১১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং সাইটসেভার্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিএসআইডি সমঝোতা সাক্ষরের ভিত্তিতে বিসিসি’র ৬ টি বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষন সেন্টারগুলো দৃষ্টি প্রতিবন্ধী সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার উপযোগী করেছে। এসব বিভাগীয় সেন্টার গুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনা ফিতে প্রশিক্ষন গ্রহন করছে। এছাড়া বিসিসি’র ঢাকা সহ বিভিন্ন প্রশিক্ষন সেন্টরগুলোতে ১৯৭ জন প্রতিবন্ধী ব্যক্তি কোন ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করেছে।
এই প্রকল্পটির আওতায় ২০১০ সালে সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (সিসিওএবি), সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং সাইটসেভার্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা সাক্ষরের ভিত্তিতে ঢাকা, বরিশাল, সিলেট, রাজশাহী, পঞ্চগড়, কুমিল্লা শহরের ব্যবসায়িক ভিত্তিতে পরিচালিত ১৩ টি সাইবার ক্যাফেকে প্রেষনার মাধ্যমে ও সহযোগীতা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অভিগম্য করা হয়েছে।
যে কোন ধরণের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ স্ক্রীন রিডিং সফ্টঅয়ারের মাধ্যমে ই-মেইল এবং ওয়েবসাইট www.didnetbd.info থেকে তথ্য সংগ্রহ করতে পারবে।