বুধবার ● ২১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » প্রোলিংক ব্রান্ডের তিনটি নতুন রাউটার বাজারে
প্রোলিংক ব্রান্ডের তিনটি নতুন রাউটার বাজারে
একটি ইন্টারনেট সংযোগ একাধিক ডিভাইসে ব্যবহারের সুযোগ করে দিতে নতুন তিনটি রাউটার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। প্রোলিংক ব্রান্ডের এই রাউটারগুলো ঘরের ভেতরে ১০০ মিটার এবং বাইরে ৩০০ মিটারের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা দেয়। ফলে ঘরোয়া ইন্টারনেট সংযোগের পাশাপাশি অফিসেও ইন্টারনেট সংযোগ শেয়ারের ক্ষেত্রে প্রোলিংক এর রাউটারগুলি দেয় ইচ্ছে মতো ইন্টারনেট ব্যবহারের সুবিধা। বাজেট বান্ধব এই রাউটারগুলোতে রয়েছে চারটি ল্যান পোর্ট। এটি ব্যবহার করে সর্বোচ্চ ৩৬ জন একটি ইন্টারনেট সংযোগ দিয়েই ভার্চুয়াল দুনিয়ায় সংযুক্ত থাকতে পারেন। রাউটার গুলোর মধ্যে PRN2001 মডেলে ৪টি ল্যান ক্যাবেল ছাড়াও ১৬টি তারহীন ইন্টারনেট সংযোগ সুাবিধা রয়েছে। এর দাম পড়বে এক হাজার ৬৫০ টাকা। আর ৩২টি তারহীন সংযোগ সুবিধা যুক্ত প্রোলিংক PRN3001 মডেলের দাম এক হাজার ৯৫০ এবং ইউএসবি মডেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সুবিধা সম্পন্ন প্রোলিংক PWH2004 মডেলের দাম তিন হাজার ৫০০ টাকা। PWH2004 মডেলের রাউটারটিতে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। এটি ব্যবহারের মাধ্যমে সহজেই অযাচিত ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা যায়। প্রোলিংকের রাউটারগুলির সাথে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ডিভাইসটির একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স।