বুধবার ● ২১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ত্রুটি
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ত্রুটি
বাজারে আসার কয়েক দিনের মাথায় মাইক্রোসফটের উইন্ডোজ ফোন৮ নিয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ ছাড়া ব্যাটারিতেও ত্রুটি রয়েছে বলে বিভিন্ন ফোরামে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। খবর টেকস্পটের।
নির্দিষ্ট কোনো স্মার্টফোনে নয় বরং এ অপারেটিং সিস্টেমচালিত সব স্মার্টফোনেই এ সমস্যা হচ্ছে। ভার্জের প্রতিবেদনে বলা হয়, এ অপারেটিং সিস্টেম ব্যবহার করে বর্তমানে স্মার্টফোন বাজারে ছেড়েছে নকিয়া ও এইচটিসি। স্মার্টফোন দুটির নাম যথাক্রমে লুমিয়া ৯২০ ও ৮এক্স। দুটি স্মার্টফোনেই একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এর পেছনে অপারেটিং সিস্টেমে ত্রুটি রয়েছে বলে মনে করছেন ব্যবহারকারীরা। ফোরামে এক ব্যবহারকারী লেখেন, ‘আমি প্রাগ থেকে ১ নভেম্বর এইচটিসি ৮এক্স কিনেছি। এরপর তিন দিনের মধ্যে দুইবার এটি হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এটা কেন হচ্ছে জানি না। গাড়ির ব্লুটুথের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায়ই ডিভাইসটি বন্ধ হয়ে যায়।’
এটি লেখার পর ওই ব্যবহারকারী ১৫৯টি রিপ্লাই পান। সেখানে আরও অনেকে একই অভিযোগ করেন। এদিকে মাইক্রোসফটের ফোরামে এক ব্যবহারকারী লেখেন, কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ৮এক্স স্মার্টফোন বেশ কয়েকবার বন্ধ হয়ে চালু হয়েছে। সম্ভবত অপারেটিং সিস্টেমে কোনো গলদ আছে। অন্যান্য ফোরামে লুমিয়া ৯২০ নিয়েও একই ধরনের অভিযোগ করা হয়। এ ডিভাইসটিও হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়। এ সম্পর্কে মাইক্রোসফট, এইচটিসি ও নকিয়া এখনো কিছু জানায়নি । - এসবিবি