সোমবার ● ১৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সিনেট ব্রান্ডের নতুন রাউটার বাজারে
সিনেট ব্রান্ডের নতুন রাউটার বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সিনেট ব্রান্ডের ডব্লিউ এন আই আর ৫১৮০ মডেলের ওয়্যারলেস হোম রাউটার। ক্যাবল, ডিএসএল, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আ্ইপি এবং আইসিএনপিএ সমর্থিত এই রাউটারে রয়েছে ২টি ১০/১০০ এমবিপিএস ওয়্যান পোর্ট এবং ১৫০ মেগাবিট পার সেকেন্ড উচ্চগতির ওয়্যারলেস সংযোগ সুবিধা। রাউটারটি সকল উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থিত। এর মাধ্যমে ঘরের ভেতর ২০০ মিটার এবং ঘরের বাইরে ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব। তাছাড়াও রাউটারটিতে ব্যান্ডউইথ কন্ট্রোল এবং অপ্রয়োজনীয় সাইট ব্লক করার সুবিধা রয়েছে। ১৮ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এর মূল্য ২৭০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৭০১৯১৩।