সোমবার ● ১৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাকিস্তানে ইউটিউব চালু হচ্ছে
পাকিস্তানে ইউটিউব চালু হচ্ছে
গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা আগামী মাসে প্রত্যাহার করবে পাকিস্তান। বিতর্কিত চলচ্চিত্র ‘দি ইনোসেন্স অব মুসলিমস’এর ওপর ভিত্তি করে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে সে দেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তান টেলিকমিউনিকেশন্স অথরিটির (পিটিএ) চেয়ারম্যান ফারুক আওয়ানের বক্তব্য অনুযায়ী, ২০ দিনের মধ্যেই ওয়েবসাইটটি খুলে দেয়া হচ্ছে। দেশটির জনপ্রিয় দৈনিক ডনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
ইউটিউব নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনাশেষে গুগল দেশটির ইউটিউব ব্যবহারকারীদের জন্য ‘দি ইনোসেন্স অব মুসলিমস’এর মতো উসকানিমূলক কন্টেন্টগুলো বন্ধ করতে রাজি হয়েছে। গত সেপ্টেম্বরে পাকিস্তান ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া চলচ্চিত্রটির সূত্র ধরে আফগানিস্তান, বাংলাদেশ ও সুদানেও ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। - এসবিবি