সোমবার ● ১৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বাংলাদেশে ৬ ফেব্রুয়ারিতে শুরু হবে রোবোটিক্স প্রতিযোগিতা
বাংলাদেশে ৬ ফেব্রুয়ারিতে শুরু হবে রোবোটিক্স প্রতিযোগিতা
।। এস এম জুবায়ের ।। এশিয়ার অন্যতম বৃহত্তম কারিগরি ও প্রযুক্তি উৎসব ‘টেককৃতি-১৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ থেকে ১৭ মার্চ ভারতের কানপুরে এ উৎসব অনুষ্ঠিত হবে। ২০ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এশিয়ার প্রাচীনতম এ উৎসবের অন্যতম আকর্ষণ ‘গ্লোবাল রোবোটিক্স কম্পিটিশন’। দুই ধাপে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আঞ্চলিক বিজয়ীরা অংশগ্রহণ করবে কানপুরের গ্রান্ড ফাইনালে। বিশ্বের অনেক দেশের সঙ্গে এবারই প্রথম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইসাব) সহযোগিতায় বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর প্রথম রাউন্ড। এখানে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লড়বে। এতে প্রথম দুই দল সরাসরি ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। গ্লোবাল রোবোটিক্স কম্পিটিশন বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি। এতে ইসাবকে আনুষ্ঠানিকভাবে ‘টেককৃতি-১৩’ পর্বে বাংলাদেশকে পার্টনার হিসেবে ঘোষণা দেয়া হয়।