মঙ্গলবার ● ২৮ জুন ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু
অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু
অনলাইনে একাদশশ্রেণীতে ভর্তির তালিকা ১৯ জুন বিকেলে প্রকাশ করা হয়। এ বছর প্রথমবারের মতো ২৯টি কলেজে ২০ জুন থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯টি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি কলেজ অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ভর্তির জন্য আবেদন গ্রহণ করে। মোট এক লাখ ২৪ হাজার শিক্ষার্থী এ প্রক্রিয়ায় আবেদন করে। এর মধ্যে ঢাকা বোর্ডে আবেদন করেছে ৯৫ হাজার শিক্ষার্থী।
আবেদনকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করে দিয়ে তা সংশ্লিষ্ট কলেজগুলোতে ই-মেইল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই ক্লাস শুরু হবে।
যেসব কলেজ ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেবে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, নীতিমালা অনুযায়ী ভর্তির সর্বোচ্চ ফি হচ্ছে পাঁচ হাজার টাকা।
শিক্ষা বোর্ড থেকেই এসব কলেজের মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করে দেওয়া হয়। পরে কলেজগুলো তাদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ভর্তীচ্ছুদের মেধার ক্রমতালিকা প্রকাশ করে। এ ছাড়া ভর্তীচ্ছুরা টেলিটক মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে নিজ নিজ র্যাঙ্কিং জানতে পারছে।