রবিবার ● ১৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আবদুল্লাহ এইচ. কাফী অ্যসোসিও-র চেয়ারম্যান নির্বাচিত
আবদুল্লাহ এইচ. কাফী অ্যসোসিও-র চেয়ারম্যান নির্বাচিত
এশিয়ান ওশেনিয়ান অঞ্চলের তথ্যপ্রযুক্তির কেন্দ্রীয় সংগঠন এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাষ্ট্রি অর্গানাইজেশন (অ্যসোসিও)-এর ২০১২-১৩ মেয়াদকালের জন্য প্রথম বাংলাদেশী হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি আবদুল্লাহ এইচ. কাফী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির মনোনীত প্রার্থী আবদুল্লাহ এইচ. কাফী গত ১৫ নভেম্বর শ্রীলংকার রাজধানী কলোম্বোর হিলটন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত অ্যাসোসিওর বার্ষিক বোর্ড সভা এবং জেনারেল এসেম্বলী (‘অ্যাসোসিও সামিট ২০১২’)-তে অ্যাসোসিও’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য এর আগে জনাব কাফী অ্যাসোসিও’র ডেপুটি চেয়ারম্যানসহ অ্যাসোসিও এবং উইথসা-র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জে.এন.এসোসিয়েটস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ. কাফী ২০০০-২০০১ মেয়াদকালে বিসিএস-এর সভাপতির দায়িত্ব পালন করেন। প্রথম বাংলাদেশী হিসেবে জনাব আবদুল্লাহ.এই.কাফীর এই গৌরবজনক অর্জনে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সমিতির সকল সদস্যদের তরফে আন্তরিক অভিবাদন ও অভিনন্দন জানানো হয়েছে। দেশের তথ্যপ্রযুক্তির বৈশ্বিক সম্প্রসারণে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।ফেডারেশন অব ইনফরমেশন টেকনোলজি ইন্ডাষ্ট্রি শ্রীলংকা আয়োজিত ১৫-১৮ নভেম্বর সময়কালে হিলটন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ‘অ্যাসোসিও সামিট ২০১২’-এ বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষে জনাব আবদুল্লাহ এইচ. কাফী, বিসিএস সহ-সভাপতি জনাব মো: মঈনুল ইসলাম ও মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীর অংশ নিচ্ছেন।