শনিবার ● ১৭ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও বিআইজেএফ এর মত বিনিময়
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও বিআইজেএফ এর মত বিনিময়
গত ১৬ নভেম্বর বাংলাদেশে কম্পিউটার সোসাইটি (বিসিএস) কার্যালয়ে বিসিএস ও বাংলাদেশ আইসিটি জার্নালিষ্ট ফোরামের (বিআইজেএফ) নব নির্বাচিত কমিটির মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আগামীদিনে সংগঠন দুটি কিভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। আলোচনায় দেশে আইসিটি পেশাজীবিদের জন্য একটি আলাদা ক্যাডার সার্ভিসসহ বিসিএস শিক্ষা ক্যাডারে আইসিটিকে অন্তর্ভূক্ত করার বিষয়টি গুরুত্বপায়। প্রযুক্তি খাতে সঠিক মূল্যায়ন না থাকার কারনে বর্তমানে দেশের তরুনরা সরকারি চাকরি বিমুখ হয়ে পড়ছে। আর এর পিছনে ক্যাডার সার্ভিসে প্রযুক্তি ক্যাডার অন্তর্ভূক্ত না হওয়াটাই মূলত দায়ী বলে উভয় সংগঠন মনে করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, সহ-সভাপতি (অ্যাকাডেমিক) মোঃ আব্দুস ছোবহান, মহাসচিব কাজী জাহিদুর রহমান, যগ্ম মহাসচিব (ফাইন্যান্স) আবদুর রহমান খান জিহাদ, বিআইজেএফ সভাপতি মুহাম্মদ খান, সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রুমী, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান খান বাদল, গবেষনা সম্পাদক নাজমুল হোসেন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন।