বুধবার ● ১৪ নভেম্বর ২০১২
প্রথম পাতা » @নারী » নারীর ফ্যাশনে এবার সফটওয়্যার
নারীর ফ্যাশনে এবার সফটওয়্যার
আপনি কোনো বিয়েবাড়িতে যাবেন কিংবা কোনো চাকরির পরীক্ষায় যোগ দিতে যাচ্ছেন। কোন পোশাক আপনাকে মানাচ্ছে, তা ঠিক করতে পারছেন না। এমন সমস্যারও সমাধান মিলবে সফটওয়্যারে।
চায়নিজ একাডেমি অব সায়েন্স ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের একদল গবেষক পোশাক নির্বাচন-সংক্রান্ত এই সফটওয়্যারটি তৈরি করেছেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট অনুষ্ঠানে জুতসই পোশাক নির্বাচন করা সহজ হবে বলে জানিয়েছেন গবেষকেরা। প্রথমত, একজন ব্যক্তিকে তাঁর পোশাকের একটি তালিকা প্রস্তুত করতে হবে। কাঙ্ক্ষিত জামার হাতার দৈর্ঘ্য, রং ও কলারের ধরনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পোশাকটি বাছাই করা হয়। ওই পোশাকটি আপনাকে কেমন মানাবে, সেটিরও প্রায় ২৫ হাজার ছবি দেখাবে সফটওয়্যারটি। -নিউ সায়েনটিস্ট