মঙ্গলবার ● ১৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন পণ্য ফুজিৎসু এলএইচ৭৭২ মডেলের লাইফবুক বাজারে
নতুন পণ্য ফুজিৎসু এলএইচ৭৭২ মডেলের লাইফবুক বাজারে
জাপানে তৈরি ফুজিৎসু ব্রান্ডের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন নতুন মডেলের লাইফবুক এলএইচ৭৭২। বিশেষ করে কর্পোরেট এক্সিকিউটিভ এবং গেমারদের জন্য নির্মিত লাইফবুকটিতে দাপ্তরিক সব ধরনের কাজ করার পাশাপাশি রয়েছে এইচডি গেমিং ও মুভি দেখার সুবিধা। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার লাইফবুকটিতে রয়েছে ২জিবি এনভিডিয়া গ্রাফিক্স (৬৪০এম), ২জিবি র্যাম (৮জিবি পর্যন্ত সাপোর্ট করে) এবং ডিটিএস বুস্ট সাউন্ড। নিশ্চিন্তে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য এতে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক। ল্যাপটপ হলেও লাইফবুকটিতে রয়েছে ১০টি আলাদা নিউমেরিক কী। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ডাস্ট ফ্রি প্রযুক্তির বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা ছাড়াও রয়েছে ব্লু-টুথ৪, ইউএসবি থ্রি পোর্ট, ওয়াইফাই, গিগাবিট ল্যান ও এইচডি ওয়েব ক্যাম। কালো ও সাদা রঙের লাইফবুকগুলো দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। কালো রঙের এলএইচ৭৭২ এর দাম ৮৩ হাজার টাকা এবং সাদা রঙের লাইফবুক কিনতে খরচ পড়বে বাড়তি ৫০০টাকা। হটলাইন: ০১৭৩০৩৩৬৭৫১।