মঙ্গলবার ● ১৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেটে আসক্ত জেমস বন্ড
ইন্টারনেটে আসক্ত জেমস বন্ড
রুপালি পর্দায় একবিংশ শতকের জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ ইন্টারনেট আসক্ত! সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন এ কথা। খবর এনডিটিভির।
জেমস বন্ড হওয়ার পর থেকেই তার ইন্টারনেট আসক্তির শুরু। গুগল সার্চ ইঞ্জিন দিয়ে ইন্টারনেটে নিজের সম্পর্কে তথ্য উদ্ঘাটন করতে গিয়ে বেচারা এমনভাবে ফেঁসে গেছেন যে, এখান থেকে বেরুনোর কোনো পথ দেখছেন না তিনি। ক্রেগের মুখেই শুনুন, ‘যখন থেকে এ অবস্থার শুরু তখনই সেখান থেকে বেরুনোর চেষ্টা করছি আমি। সত্যি কথা বলছি, অনেক চেষ্টা করি এ নেশা ছাড়ার। কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। মাঝেমধ্যে উপায় না দেখে মনে হয় কম্পিউটারে তালা মেরে দেই। কিন্তু সেটাও ধোপে টেকে না। ইন্টারনেট আমার কাছে রীতিমতো এক অসুখ হয়ে দাঁড়িয়েছে।’ রোলিং স্টোন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ তথ্য জানান।