মঙ্গলবার ● ১৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কোলে রেখে ল্যাপটপ ব্যবহার সন্তান না হওয়ার জন্য দায়ী !
কোলে রেখে ল্যাপটপ ব্যবহার সন্তান না হওয়ার জন্য দায়ী !
যুক্তরাজ্যের লরা ও স্কট রিড দম্পতির সন্তান হচ্ছে না বলে রীতিমতো চিন্তিত ছিলেন। অবশেষে তারা চিকিত্সকের দ্বারস্থ হলেন। সেখানেই ভড়কে যাওয়ার মতো খবর পেলেন দুজন। স্কটের শুক্রাণু নষ্টের পেছনে ডাক্তার ল্যাপটপকে দায়ী করলেন। স্কট রিড কোলের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করতেন। আর এ কারণেই নাকি তিনি সন্তান জন্মদান-সংক্রান্ত জটিলতার শিকার হয়েছেন! প্রতিকার হিসেবে ডাক্তার স্কটকে টেবিলে রেখে ল্যাপটপ ব্যবহারের অনুরোধ জানান। তিন মাস পর তার স্ত্রী সন্তানসম্ভবা বলে খবর পাওয়া যায়। দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ খবর।
ছয় মাস ধরে বাবা-মা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া হ্যাম্পশায়ারের ক্ল্যানফিল্ডবাসী এই দম্পতি ডাক্তারের শরণাপন্ন হন। প্রথমদিকে ২১ বছর বয়সে মাম্পস আক্রান্ত হওয়ায়কে সন্তান জন্মদানে জটিলতার কারণ হিসেবে দেখতেন স্কট রিড। তবে ডাক্তারের কাছে যাওয়ার পর স্কটকে ফার্টিলিটি টেস্টে অংশ নেয়ার পরামর্শ দেয়া হয়। টেস্ট থেকে দেখা যায়, স্কটের শুক্রাণু উত্পাদন ক্ষমতা ভালো হলেও অতিরিক্ত উত্তাপের কারণে সেগুলোর অধিকাংশ নষ্ট হয়ে যাচ্ছে। অণুবীক্ষণ যন্ত্রে শুক্রাণুগুলোর লেজ পেঁচানো অবস্থায় দেখা যায়। ডিম্বাশয়ের দিকে সেগুলো দ্রুত সাঁতরাতে সক্ষম নয়। এ কারণে এ দম্পতির সন্তান হচ্ছিল না।
এ সম্পর্কে কুইন আলেক্সান্দ্রা হাসপাতালের বায়োমেডিকেল অ্যানড্রোলজিস্ট সু কেনওর্থি বলেন, প্রতিদিন কয়েক ঘণ্টা স্কট তার ল্যাপটপ ব্যবহার করতেন। অনেকক্ষণ ব্যবহারের ফলে ল্যাপটপটি গরম হয়ে যেত। সেই তাপই তার শুক্রাণুর ওপর প্রভাব ফেলেছে।