সোমবার ● ১২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » বিবিধ » ইবুক-এ নিজের প্রকাশনা উন্মুক্ত করলেন শেখ হাসিনা
ইবুক-এ নিজের প্রকাশনা উন্মুক্ত করলেন শেখ হাসিনা
“রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন” এর ডিজিটাল সংস্করণ অর্থাৎ ইবুক ১১ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজে উন্মুক্ত করেন । এর মাধ্যমে দেশের প্রকাশনা শিল্পে এক নতুন মাত্রা যোগ হলো । স্টার হোস্ট আইটি লিমিটেড গ্রন্থটির ডিজিটাল সংস্করণ-এর প্রকাশক । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী যুব লিগ এর প্রঠিস্থাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানে এই ইবুক উন্মুক্ত করা হয় । বর্তমানে ইবুকটি গুগল অ্যানড্রইড মার্কেটপ্লেস “গুগল প্লে” -এ পাওয়া যাচ্ছে । বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা ইবুকটি নিজের ঘরে বসে খুব সহজে ক্রেডিট কার্ড দিয়ে কিনে তাত্ক্ষনিক পড়তে পারবেন । যেকোনো অ্যানড্রইড মোবাইলফোন অথবা অ্যানড্রইড ট্যাব এ ইবুকটি পড়া যাবে । উল্লেক্ষ্য, এই গ্রন্থের প্রকাশক যুবলীগের চেয়ারম্যান জনাব ওমর ফারুক চোধুরী ।