সোমবার ● ১২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জৈব ও পরমাণু প্রযুক্তিতে বেলারুশ এর সহায়তা পাবে বাংলাদেশ
জৈব ও পরমাণু প্রযুক্তিতে বেলারুশ এর সহায়তা পাবে বাংলাদেশ
বেলারুশ বাংলাদেশকে জৈব ও পরমাণু প্রযুক্তি সহায়তা দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
আজ সোমবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ‘প্রযুক্তি হস্তান্তর নিয়ে আমরা আলোচনা করেছি। জৈব প্রযুক্তি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় হওয়ায় তাদের কাছে এটা চেয়েছি। রোগ নির্ণয় ও চিকিত্সা বিজ্ঞানের জন্য জৈব প্রযুক্তি গুরুত্বপূর্ণ।’
এদিকে পরমাণু প্রযুক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রূপপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ রুশ প্রযুক্তি কিনছে। আমরা এ বিষয়ে তাদের কাছে প্রশিক্ষণ ও কোনো সমস্যা দেখা দিলে সহায়তা চেয়েছি। তারা তাতে সম্মত হয়েছে।’
ইয়াফেস ওসমান বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে বেলারুশ এগিয়ে থাকায় আমাদের বিজ্ঞানিদের মধ্যে কয়েকজনকে আমরা প্রশিক্ষণের জন্য সেখানে পাঠাতে পারি।’
এদিকে বাংলাদেশে সফররত বেলারুশের প্রধানমন্ত্রী শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বাংলাদেশে শিল্পায়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।