রবিবার ● ১১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আগামী বছর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে তথ্যপ্রযুক্তি ব্যয় ১.৪ শতাংশ বাড়বে
আগামী বছর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে তথ্যপ্রযুক্তি ব্যয় ১.৪ শতাংশ বাড়বে
বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের আওতা বাড়ছে। বাড়ছে বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। আগামী বছর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এ খাতে ব্যয় চলতি বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বাড়বে। আর্থিক হিসাবে এর পরিমাণ ১ লাখ ১৩ হাজার ৮০০ কোটি ডলার। তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইউরোপের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আগামী বছর তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে। ডিভাইস ও সফটওয়্যার- দুই খাতেই ব্যয় বাড়বে। সৃষ্টি হবে এ খাতের নতুন কর্মসংস্থানও। গার্টনারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বৈশ্বিক গবেষণা বিভাগের প্রধান পিটার সন্ডারগার্ড বলেন, চলতি বছর তিনটি অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের জন্য হতাশার। এ বছর এই খাতে ব্যয় কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। কেবল পশ্চিম ইউরোপে ব্যয় কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। তবে আগামী বছর এসব অঞ্চলে ব্যয় বাড়বে। তা অব্যাহত থাকবে ২০১৬ সাল পর্যন্ত। এ সময় নাগাদ বার্ষিক ব্যয় ১ লাখ ২৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। তিনি আরও জানান, এখন মোবাইল ডিভাইসের বাজার সবচেয়ে চাঙ্গা। গতানুগতিক পিসি বিক্রিকে ছাড়িয়ে গেছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিক্রি।
গার্টনারের প্রতিবেদনে বলা হয়, এ বছর তিনটি অঞ্চলে মোবাইল ডিভাইসের বাজার বেড়ে ১৩ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়াচ্ছে। ২০১৬ সাল নাগাদ তা হবে ১৮ হাজার ৮০০ কোটি ডলার। মোবাইল ডিভাইসের মধ্যে রয়েছে নোটবুক কম্পিউটার, সেলফোন, আল্ট্রামোবাইল ও ট্যাবলেট কম্পিউটার। পশ্চিম ইউরোপের বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষই ট্যাবলেট কম্পিউটার নিয়ে বেশি আগ্রহী। ফলে এ অঞ্চলে মোবাইল ডিভাইসের বাজার এ বছর ৮ শতাংশ বাড়ছে। পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সেলফোনের বিক্রি বাড়ছে। ২০১৬ সাল নাগাদ ট্যাবলেট কম্পিউটারের ব্যবহারও বাড়তে থাকবে।