রবিবার ● ১১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ২০১৬ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ডাউনলোডের পরিমাণ ৮ হাজার কোটি ইউনিট ছাড়াবে
২০১৬ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ডাউনলোডের পরিমাণ ৮ হাজার কোটি ইউনিট ছাড়াবে
স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের পরিমাণও বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সাল নাগাদ এ দুই স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে সাড়ে ৮ হাজার কোটি ইউনিট ছাড়াবে। খবর টেক টুর।
আইএইচএসের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে গুগল এর অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে অনেক উন্নতি ঘটিয়েছে। ব্যবহারকারীদের পছন্দসই অ্যাপ খুঁজে পাওয়া এবং অ্যাপ কেনার পদ্ধতিও সহজ করেছে। অপারেটরদের মাধ্যমেই এখন সরাসরি অ্যাপ কেনা যায়। এ কারণে অ্যাপ ডাউনলোডের পরিমাণ বাড়ছে।
আইএইচএস জানায়, গুগলের অ্যাপ স্টোর অনেক সমৃদ্ধ হলেও এ থেকে আয়ের হিসাবে এখনো অ্যাপলের তুলনায় পিছিয়ে প্রতিষ্ঠানটি। চলতি বছর এ পর্যন্ত গুগল অ্যাপ থেকে আয় করেছে ১৬৮ কোটি ডলার। এর বিপরীতে অ্যাপল অ্যাপ স্টোর থেকে আয় করেছে ২৫৩ কোটি ডলার। তবে ২০১৪ নাগাদ অ্যাপ থেকে আয়ে অ্যাপলকে ছাড়িয়ে যেতে পারে গুগল।
অ্যাপ ডাউনলোডের হিসাবে গুগল আবার অ্যাপলের চেয়ে এগিয়ে। এ বছর এ পর্যন্ত অ্যাপল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয়েছে ১ হাজার ১০০ কোটি বার। বিপরীতে গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হয়েছে ২ হাজার কোটি বার।
আইএইচএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এখনো অ্যাপের বাজার পুরোপুরি বিকশিত হয়নি। ২০১৬ নাগাদ এ দুই স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের পরিমাণ বর্তমানের চেয়ে তিন গুণ বেড়ে সাড়ে ৮ হাজার কোটি ইউনিট ছাড়াবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় ২০১৬তে গুগল অ্যাপ থেকে অ্যাপলের চেয়ে বেশি আয় করবে।
বর্তমানে গুগলের অ্যাপ স্টোরে প্রায় ৭ লাখ অ্যাপ রয়েছে। অ্যাপলেও প্রায় সমপরিমাণ অ্যাপ রয়েছে। এর বিপরীতে মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে অ্যাপের পরিমাণ মাত্র ১ লাখ ২০ হাজার।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সফটওয়্যার ডেভেলপারদের অ্যান্ড্রয়েডের দিকে আকৃষ্ট করছে গুগল। এর মাধ্যমে অ্যাপলের আয়ের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়ে আসার চেষ্টা করছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ২১ হাজার ৯১০ কোটি ডলারের স্মার্টফোন বাজারের অ্যাপ তৈরি গুগল ও অ্যাপলের জন্য একটি যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।