রবিবার ● ১১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » চীনে গুগলের সেবা বন্ধ
চীনে গুগলের সেবা বন্ধ
বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যা ও ইন্টারনেট ব্যবহারকারীর দেশ চীনে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সেবা বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকেই দেশটির ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে পারছেন না। খবর ব্লুমবার্গ ও গার্ডিয়ানের।
গুগল জানিয়েছে, শুক্রবার থেকে হঠাৎ করেই তাদের সেবাগুলো ব্যবহার করতে পারছে না চীনারা। দেশটিতে নতুন নেতাদের কাছে চীনের ক্ষমতা হস্তান্তর বিষয়ে হওয়া বৈঠকের এক দিন পরই গুগলের সেবা বন্ধ হয়ে গেল। গুগল পরিচালিত ওয়েবসাইট ‘ট্রান্সপারেন্সি রিপোর্টে’ বলা হয়, শুক্রবার সন্ধ্যা থেকে গুগলের সাইটে চীনাদের প্রবেশের পরিমাণ হঠাৎ করে কমে যায়। ওয়েবসাইটটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগলে ব্যবহারকারীদের আসা-যাওয়ার পরিমাণ নিরূপণ করে।
গুগলের সার্চ ইঞ্জিন ও জিমেইলে প্রবেশ করতে পারছে না চীনারা। দেশটির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই ভঙ্গুর সম্পর্ক যাচ্ছে গুগলের। সেবা বিঘ্নিত হওয়ার পেছনে গুগলের কোনো দায় রয়েছে কি না, জানতে চাওয়া হলে গুগলের এক মুখপাত্র জানান, ‘আমরা আমাদের সব যন্ত্রাংশ পরীক্ষা করে দেখেছি এবং আমাদের পক্ষ থেকে সেবা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
২০০৯ সাল থেকে চীনে ইউটিউব বন্ধ। এ ছাড়া মাঝেমধ্যেই দেশটিতে পশ্চিমা বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। চীনে টুইটার, ফেসবুকও বন্ধ।
২০১০ সালে সেন্সরশিপ নিয়ে বিরোধের কারণে গুগল এর চীনের যন্ত্রাংশ হংকংয়ে সরিয়ে নিয়ে আসে। গত মে মাসে গুগল জানিয়েছিল, চীনে প্রতিষ্ঠানটি সার্চ সেবা দেয়ার ধরন পরিবর্তন করছে। এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারকারীর ওপর কোনো নজরদারির ব্যবস্থা করলে গুগল ব্যবহারকারীদের সতর্ক করে দিতে পারবে।
এদিকে গুগলের সেবা বন্ধ হওয়া সম্পর্কে চীনা কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত কিছু জানায়নি।