শনিবার ● ১০ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইএসপি লাইসেন্স ফেরত দিল সেলফোন অপারেটররা
আইএসপি লাইসেন্স ফেরত দিল সেলফোন অপারেটররা
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স ফেরত দিল দেশের সেলফোন অপারেটররা। মোবাইল ইন্টারনেট সেবাকে অপারেটরদের লাইসেন্সের অন্তর্ভুক্ত করায় আইএসপি লাইসেন্স ফেরত দেয়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২০১১ সালে জারি করা সেলুলার মোবাইল ফোন অপারেটর রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং নীতিমালায় টুজি প্রযুক্তির সেলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য যে সাতটি সেবা নির্দিষ্ট করে দেয়া হয়, তার অন্যতম হলো মোবাইল ইন্টারনেট। নীতিমালায় ইন্টারনেট সেবাদানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় অপারেটরদের আলাদা আইএসপি লাইসেন্সের প্রয়োজনীয়তা নেই বলে কমিশনের নিয়মিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সেলফোন অপারেটরদের আইএসপি লাইসেন্স জমা দিতে নির্দেশ দেয় বিটিআরসি।
অপারেটরদের সূত্রে জানা গেছে, বিদ্যমান নীতিমালায় মোবাইল ইন্টারনেট সেবাদানের সুযোগ থাকায় আইএসপি লাইসেন্সের আর প্রয়োজন নেই। এ কারণেই বিটিআরসির নির্দেশ মেনে আইএসপি লাইসেন্স ফেরত দিয়েছে তারা।
নীতিমালা অনুযায়ী, অভ্যন্তরীণ ও বৈদেশিক ভয়েস কল, রোমিং সেবা, শর্ট মেসেজিং সেবা ও মূল্য সংযোজিত সেবার পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবা দিতে পারবে সেলফোন অপারেটররা। তবে মোবাইল ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবার ক্ষেত্রে নিয়মিতভাবে বিটিআরসির অনুমোদনের বিধান রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির একজন কর্মকর্তা জানান, টুজি নীতিমালার আওতায় মোবাইল ইন্টারনেট সেবার বিধান রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের আওতা ও সেবাটির প্যাকেজের মূল্য নির্ধারণ করে দেবে বিটিআরসি। এ ছাড়া মূল সেবার বাইরে আইএসপি লাইসেন্সের ব্যবহারের আর সুযোগ না থাকায় সেবার প্রতি গুরুত্ব বাড়বে অপারেটরদের।
গ্রামীণফোন লিমিটেড ২০১০ সালে, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড (বাংলালিংক) ২০০৮ সালে, রবি আজিয়াটা লিমিটেড ২০০৯ সালে, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) ২০০৮ সালে এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ২০১০ ন্যাশনওয়াইড আইএসপি লাইসেন্স পায়। আর টেলিটক গত বছরের নভেম্বরে নতুন করে আইএসপি লাইসেন্সের জন্য আবেদন করে। গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেলের লাইসেন্সের মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। এ ছাড়া রবির আইএসপি লাইসেন্সের মেয়াদ ছিল ২০১৩ এবং সিটিসেলের ২০১৬ সাল পর্যন্ত। মেয়াদ থাকলেও প্রতি বছরই লাইসেন্স নবায়নের নিয়ম রয়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল ২০১৩ সালের জন্য এ লাইসেন্স নবায়নের আবেদন করে। অন্যদিকে সিটিসেল আবেদন