শনিবার ● ১০ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট আনবে আসুস
সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট আনবে আসুস
আগামী বছরের জানুয়ারিতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজচালিত ট্যাবলেট সাশ্রয়ী মূল্যে আনার চেষ্টা করছে আসুস। নতুন এ ট্যাবলেট কম্পিউটারের দাম ১৫ হাজার রুপির কম রাখা হবে বলে জানা গেছে। খবর ইকোনমিক টাইমসের।
তাইপেভিত্তিক এ প্রতিষ্ঠান আগে উচ্চ মূল্যের নোটবুক ও ট্যাবলেট তৈরির দিকে মনোযোগী ছিল। প্রতিষ্ঠানটির ট্রান্সফরমার প্যাড অ্যান্ড্রয়েড ট্যাবলেট গত সেপ্টেম্বরে বাজারে আসে। এর দাম রাখা হয়েছিল ৪৩ হাজার ৯৯৯ রুপি। স্যামসাং ও অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার বাজারে ভাগ বসানোর জন্য এ ট্যাবলেট কম্পিউটার আসুস বাজারে এনেছে।
আসুস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স হুয়াং বলেন, ‘পণ্য, দাম ও বাজার দখল বিবেচনায় আগামী বছর আমরা অ্যাপলের পর নিজেদের দেখতে চাই। এ নিয়ে আমাদের অনেক কাজ করার বাকি।
আগামী বছর ২০ শতাংশ বাজার দখল যেন আমাদের থাকে, সেটাই নিশ্চিত করতে চাই আমরা।’ হুয়াংয়ের মতে, দামি ট্যাবলেট বাজারে আসুসের অংশ অনেক বেশি। কিন্তু ১৫ হাজার রুপির নিচের ট্যাবলেট বাজার প্রতিষ্ঠানটির জন্য বেশ সম্ভাবনাময়। সে কারণে পরিবর্তন (ট্রানজিশন) অতীব জরুরি একটি বিষয়।
এ ছাড়া আগামী ডিসেম্বরে ভিভোট্যাব ভারতের বাজারে আসবে বলে জানান হুয়াং। এটি উইন্ডোজ এইচ অপারেটিং সিস্টেমে চলবে। তবে মাইক্রোসফট সারফেসের সঙ্গে এর কোনো প্রতিযোগিতা নেই। হুয়াংয়ের মতে, ‘তাদের নিজস্ব কৌশল রয়েছে। আমরা আসলে একে অন্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে রয়েছি। এখানে আমরা দুই পক্ষই লাভবান।’
প্রসঙ্গত, আসুস মাইক্রোসফটের ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) ও শীর্ষস্থানীয় অংশীদারদের অন্যতম।
গত বুধবার ৩৯ হাজার ৫৯৯ থেকে ৫৯ হাজার ৯৯৯ রুপির নোটবুক কম্পিউটার আসুস বাজারে ছাড়ে। একই সঙ্গে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ রুপির ট্যাবলেট কাম নোটবুক কম্পিউটার প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে। এটি মাইক্রোসফট উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমচালিত।
বর্তমানে ভারতের ট্যাবলেট বাজারের মাত্র ৩ শতাংশ আসুসের দখলে আছে। সাইবার মিডিয়া রিসার্চের বক্তব্য অনুযায়ী, গত ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে ভারতের ক্রেতাদের কাছে সাড়ে ৫ লাখ ট্যাবলেট কম্পিউটার বিক্রি করা হয়েছে। আগের চেয়ে এ প্রান্তিকে পরিমাণ ৬০ শতাংশ বেশি। এক বছর আগের চেয়ে এ পরিমাণ ৬৭৩ শতাংশ বেশি। ২০১৫-১৬ সালের দিকে ভারতে ৭৩ লাখ ট্যাবলেট কম্পিউটার বিক্রি হবে বলে দেশটির ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি এক তথ্যে জানায়।