শনিবার ● ১০ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গুগল প্লাস ব্যবহার করছে না গুগলের কর্মীরাই !
গুগল প্লাস ব্যবহার করছে না গুগলের কর্মীরাই !
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে গুগল প্লাস যাত্রা করে। কিন্তু গুগলের কর্মীরাই সাইটটি ঠিকমতো ব্যবহার করেন না। গত মাসে প্রতিষ্ঠানটির এক-তৃতীয়াংশ কর্মীই তাদের গুগল প্লাস অ্যাকাউন্টে প্রবেশ করেননি। গুগল প্লাস গোস্ট নামের একটি ট্র্যাকিং ওয়েবসাইট এ তথ্য জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গুগল প্লাস গোস্ট গুগল প্লাসের ব্যবহারকারীদের নিয়ে পর্যালোচনা করে। কোনো ব্যবহারকারী গুগল প্লাসে কতটুকু সক্রিয়, তা যাচাই করে সাইটটি। এর পর্যালোচনা অনুযায়ী, গত তিন মাসে গুগলের এক-পঞ্চমাংশ কর্মী কিছুই পোস্ট করেননি। গোস্টের প্রতিষ্ঠাতা ইউসুফ সেকান্দার বলেন, গুগল চায় গুগল প্লাস সবাই ব্যবহার করুক। সত্যিই তারা এটি চাইলে তাদের ঘর থেকে কাজটি শুরু করতে হবে। তাদের কর্মীদের সবার আগে সাইটটি ঠিকমতো ব্যবহার করতে হবে। তাদের এ সাইটে কীভাবে সক্রিয় রাখা যায়, তা গুগলকে ঠিক করতে হবে।
তিনি আরও বলেন, গুগলের কর্মীরা যে হারে গুগল প্লাস ব্যবহার করেন, তা খুবই হতাশাজনক। কর্মীরাই যদি এটি ঠিকমতো ব্যবহার না করেন, তাহলে সাধারণ মানুষ এটি কেন ব্যবহার করবে?
বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, প্রতি মাসে ১০ কোটি মানুষ গুগল প্লাস নিয়মিত ব্যবহার করে।