বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ঢাকায় আড়াই লক্ষ টাকা পুরস্কারের সাইবার গেম প্রতিযোগিতা শুরু
ঢাকায় আড়াই লক্ষ টাকা পুরস্কারের সাইবার গেম প্রতিযোগিতা শুরু
বিপুল উৎসাহ ও উদ্দীপণা এবং সাইবার গেমারদের অংশগ্রহনের মধ্যদিয়ে আজ সকাল ৯টায় শুরু হয়েছে সাইবার দুনিয়ায় অলিম্পিক ডব্লিউসিজি ২০১২ প্রতিযোগিতা ।
বসুন্ধরায় ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে চলমান তিনদিনের এই আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নিচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী। তথ্য-প্রযুক্তি পণ্য সেবা দানকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর উদ্যোগে রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারসপাস হলে শুরু হয় সাইবার গেমে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার এই লড়াই। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এনএফএস মোস্ট ওয়ান্টেড-এ ১২০ জন, ফিফা ২০১২-এ ২৫০জন এবং কাউন্টার স্ট্রাইকে ২০টি এবং কল অব ডিউটি-তে ৫ সদস্যের ২৫টি টিম।
প্রথম দিনেই দারুণ জমে উঠেছে প্রতিযোগিদের শ্রেষ্ঠেত্বের লড়াই। ঘুরে দেখা যায় অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই ছিলো কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। মেয়েরাও ছেলেদের পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দীতা করছে।
আগামী শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কাউন্টার স্ট্রাইক ও কল অব ডিউটি চ্যাম্পিয়নরা পাবেন ৮০ হাজার টাকা মূল্যমানের গেমিং পণ্য এবং ফিফা ২০১২ ও এনএফএস মোস্ট ওয়ান্টেড চ্যাম্পিয়নরা পাবেন ১৪ হাজার ৩০০ টাকা মূল্যমানের গেমিং পণ্য। একইভাবে কাউন্টার স্ট্রাইক ও কল অব ডিউটি রানার্স আপ পাবেন ৪৫ হাজার এবং ফিফা ২০১২ ও এনএফএস মোস্ট ওয়ান্টেড চ্যাম্পিয়নরা পাবেন ১১ হাজার ৩০০ টাকা মূল্যমানের বিশ্বনন্দিত গেমিং ডিভাইস। এছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স আপদের জন্য রয়েছে রেজার ও অ্যান্টেক-এর টি-শার্ট, ক্যাপ ও বিভিন্ন গুডিজ।