বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নির্বাচনে জয়লাভের পর টুইটারে প্রথম বিজয়োল্লাস প্রকাশ করলেন বারাক ওবামা
নির্বাচনে জয়লাভের পর টুইটারে প্রথম বিজয়োল্লাস প্রকাশ করলেন বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনে জয়লাভের পর টুইটারে প্রথম বিজয়োল্লাস প্রকাশ করেছেন। টুইটারে তার ২২ লাখ সমর্থকের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।’ খবর এএফপির।
টুইটারে স্ত্রীকে আলিঙ্গন করা একটি ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, আরও চার বছর।
তার এ টুইট পরবর্তী ৩ ঘণ্টার মধ্যে ৪ লাখ ৭২ হাজারবার শেয়ার করা হয়। এ ছাড়া এ পোস্টে রেকর্ড ৮০ হাজার ৭০০টি কমেন্ট পড়ে।
টুইটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনটি নিয়ে সবচেয়ে বেশি টুইট করা হয়েছে। নির্বাচনের দিন সাইটটিতে এ-সম্পর্কিত ৩ কোটি ১০ লাখ টুইট পড়ে। এ ছাড়া নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডেমোক্র্যাট সমর্থকরা আক্ষরিক অর্থেই টুইটারে ঝাঁপিয়ে পড়ে। এ সময় প্রতি মিনিটে ৩ লাখ ২৭ হাজার ৪৫২টি টুইট হয়।
ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচিত বারাক ওবামাকে অভিনন্দন জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ওবামাকে টুইটারেই অভিনন্দন জানান। মধ্যপ্রাচ্য সফরে থাকা ক্যামেরন টুইটারে লেখেন, ‘আমার বন্ধু ওবামাকে উষ্ণ অভিনন্দন। আবার একসঙ্গে কাজ করব আমরা।’