বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফরাসি মিডিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা গুগলের
ফরাসি মিডিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা গুগলের
ফ্রান্সের মিডিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারী নিয়োগের পরিকল্পনা করছে গুগল। সার্চ ইঞ্জিন থেকে আয় করা মুনাফার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। খবর এনডিটিভির।
সার্চ ইঞ্জিন গুগলের আয়ের সিংহভাগ বিজ্ঞাপন থেকে আসে। ইন্টারনেটে বিভিন্ন সাইট প্রদর্শন করে সাইটটি। এসব সাইটের কল্যাণে বিজ্ঞাপন পায় গুগল। ফ্রান্সের মিডিয়াগুলোকে সার্চ ইঞ্জিনে দেখিয়েও প্রচুর বিজ্ঞাপন পায় যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল। এ অর্থের একটি অংশ দাবি করে ফ্রান্সের মিডিয়া। এর সমর্থনে ফ্রান্স সরকারকে একটি আইন প্রণয়নেরও অনুরোধ জানায় গুগল। পরে গুগল জানিয়েছিল, এ ধরনের কোনো আইন করা হলে সার্চ ইঞ্জিন সাইট থেকে ফ্রান্সের সব মিডিয়ার ওয়েবসাইট সরিয়ে দেয়া হবে। এ ছাড়া আইনটি গুগলের জন্য হুমকিস্বরূপ বলেও প্রতিষ্ঠানটি জানায়। বিষয়টি নিয়ে দুই পক্ষের তিক্ততা ধীরে ধীরে চরমে পৌঁছে। ফ্রান্সের নতুন প্রেসিডেন্টও মিডিয়ার প্রতি সমর্থন জানান। এ অবস্থায় বিষয়টির সুরাহার জন্য মধ্যস্থতাকারী নিয়োগের পরিকল্পনার কথা জানাল গুগল। প্রতিষ্ঠানটির ফ্রান্স শাখার নির্বাহী আলেক্সান্দ্রা লাফেরিয়েরে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্স সরকার এ বিষয়ে আলোচনা করতে একজন মধ্যস্থতাকারী নিয়োগের অনুরোধ জানিয়েছে। আমরাও এ বিষয়ে আলোচনা চাই।’
এর আগে গত মাসের শেষ দিকে গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক শিমিটের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক হয়। - এসবিবি