সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করবে জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান সিমেন্স
প্রথম পাতা » আইসিটি আপডেট » ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করবে জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান সিমেন্স
৫৪৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করবে জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান সিমেন্স

 ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করবে জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান সিমেন্স,সিমেন্স

জার্মানির প্রযুক্তিপ্রতিষ্ঠান সিমেন্স এজি মুনাফা বাড়াতে ব্যয় কমানোর পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি উত্পাদন কমানো ও কর্মী ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, দুই বছরের মধ্যে ২০০-৪০০ কোটি ইউরো সাশ্রয় করা সিমেন্সের জন্য জরুরি। সুইজারল্যান্ডের এবিবি লিমিটেড এবং হল্যান্ডের ফিলিপস সিমেন্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে সিমেন্সের ৪ লাখ ১০ হাজার কর্মী নিয়োজিত আছেন।

সিটিগ্রুপের বিশ্লেষক মার্ক ফিল্ডিংয়ের মতে, সিমেন্স কত দূর যাবে এবং আসলেই যেতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। সাশ্রয়ের পরিমাণ ৩৮৯ কোটি ডলারের বেশি নিশ্চিত করা প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ।

থমসন রয়টার্স স্টারমাইনের বক্তব্য অনুযায়ী, এ বছরের জন্য সিমেন্সের গ্রস মার্জিনের পরিমাণ ২৮ দশমিক ৯ শতাংশ হবে। এক বছর আগে এ পরিমাণ ছিল ৩০ দশমিক ১ শতাংশ। ফিলিপসের ৩৪ দশমিক ৭ শতাংশ এবং জেনারেল ইলেকট্রিকের ৩৫ দশমিক ১ শতাংশের চেয়ে তা অনেক কম।

সিমেন্সের টোটাল সেক্টর থেকে চতুর্থ প্রান্তিকে মুনাফার পরিমাণ ৬ দশমিক ৩ শতাংশ কমে ২০১ কোটি ডলার হবে বলে বিশ্লেষকদের ধারণা। প্রতিষ্ঠানটির মূল চার ব্যবসাকে একসঙ্গে টোটাল সেক্টর বলা হয়। সিমেন্সের আর্থিক পরিস্থিতি সুবিধার না হলেও নকিয়া-সিমেন্স নেটওয়ার্কের আর্থিক ফলাফল প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক চমক বয়ে এনেছিল।

আবার একই সময় ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানটির বর্তমান চুক্তিমূল্যকে প্রভাবিত করতে পারে। তবে লোয়েশার মার্জিন উন্নয়ন, বিক্রি এবং উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নিশ্চিত করার চেষ্টায় রয়েছেন। এ ছাড়া উচ্চ মাত্রার উত্পাদন ব্যয় সামলানো, অভ্যন্তরীণ বিষয়গুলো সরল করা এবং লোকসানি ব্যবসার ওপর পর্যালোচনাবিষয়ক পরিকল্পনার ঘোষণা তিনি একই সময় দিয়েছেন। এরই মধ্যে সিমেন্স তাদের সৌরশক্তি ব্যবসা বিক্রির ব্যাপারে আলোচনায় রয়েছে।

এ ছাড়া পাওয়ার ট্রান্সমিশন, পোস্টাল অটোমেশন, এয়ারপোর্ট ব্যাগেজ হ্যান্ডলিং এবং বিল্ডিং টেকনোলজিতেও প্রতিষ্ঠানটির বিনিয়োগ বন্ধ হতে পারে বলে জানা গেছে। -এসবিবি



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন