রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ » ডিজটাল ওয়ার্ল্ড ২০১২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ডিজটাল ওয়ার্ল্ড ২০১২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, আইসিটি ক্ষেত্রের সাফল্য ও স্বক্ষমতা, দেশী বিদেশী অংশগ্রহনকারীদের সামনে উপস্থাপন করতে আগামী ৬ - ৮ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২।
৩০ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুখ মোহাম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস এবং বিভিন্ন মন্ত্রনালয়ের ও সংস্থার পদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় অংশগ্রহন করেন এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরি ও আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর প্রস্তুতি সর্ম্পকিত বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। এ প্রোগ্রামে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহনে সেমিনার, কর্মশালা ও গোলটেবিল বৈঠক, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে সফল উদ্যোগ, প্রযুক্তিপন্য ও তার সাম্প্রতিক ধারা সর্ম্পকিত প্রদর্শনী, বাংলাদেশ বিষয়ক উপস্থাপনা ইত্যাদি অর্ন্তভূক্ত থাকবে।
সভায় বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তা ছাড়াও বেসিস, এটুআই-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থাপনায় সেমিনার ও কর্মশালা, সফল নাগরিক সেবা, প্রযুক্তিপণ্য ও সেবা এবং সাম্প্রতিক প্রযুক্তি ধারা নিয়ে প্রদর্শনী ইত্যাদি।
ফ্রিল্যান্সারদের জন্য আন্তর্জাতিক সম্মেলন ও ডিটিজাল উদ্যোক্তা সম্মেলন আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ডিজিটাল আইডিয়া প্রতিযোগিতা। সারাদেশের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি নির্ভর ধারনা ভিত্তিক প্রকল্প খুজে বের করাই হবে আইডিয়া প্রতিযোগিতার লক্ষ্য। এছাড়া দেশের আইসিটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু জরিপ ও গবেষণা পরিচালনা করা হবে। সভায় ডিজিটাল ওয়ার্ল্ড সফল করার জন্য সাংগঠনিক কমিটি ও উপকমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে বিস্তারিত জানা যাবে :www.digitalworld.org.bd