সোমবার ● ৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১৩ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
১৩ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
।। আমিনুর রহমান ।। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে অন্তত ১৩ লাখ ২০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এসব অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই যে কেউ প্রবেশ করতে করতে সক্ষম হয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গুগলে সার্চ করলেই প্রতিটি আইডির প্রোফাইল লিংক এসে হাজির হয়। এসব লিংকে ক্লিক করা মাত্র কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই সরাসরি আইডির যাবতীয় গোপন তথ্য [ স্ট্যাটাস, হাল নাগাদ তথ্য] উন্মুক্ত হয়ে পড়ে। হ্যাকারদের একটি ওয়বেসাইটে সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়। জানা গেছে, হ্যাকিংয়ের ঘটনায় চীন এবং রাশিয়ার ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাকিংয়ের বিষয়টি ফাঁস হওয়ার পর টনক নড়ে ফেসবুক কর্তৃপক্ষের। ত্রুটির দায় স্বীকার করে দ্রুত হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। ফেসবুকের পক্ষ থেকে নিরাপত্তা প্রকৌশলী ম্যাট জোন্স জানান, ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য আকর্ষণীয় বিজ্ঞাপনের বিশেষ লিংক সংবলিত বার্তা পাঠায় হ্যাকাররা। যারা লিংকটি খুলে দেখেছেন তাদের আইডিই হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলীদের বিচক্ষণতায় সমস্যাটি দ্রুত সম্পূর্ণ সমাধান হয়েছে বলে জানা গেছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত লিংকে প্রবেশে ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।