রবিবার ● ৪ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিসেম্বরে ইউটিউব চালুর উদ্যোগ বিটিআরসি’র
ডিসেম্বরে ইউটিউব চালুর উদ্যোগ বিটিআরসি’র
আপত্তিকর ভিডিও দেখতে না দেয়ার প্রক্রিয়া চালুর মাধ্যমে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ইউটিউব খুলে দেয়ার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। ইতিমধ্যে গুগল কর্তৃপক্ষ বিটিআরসি’র সঙ্গে বৈঠক করেছে এবং তারা বিকল্প সার্ভারের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ইউটিউব চালু করতে আগ্রহী। ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.)কে অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’-এর ভিডিও সরিয়ে নিতে গুগলকে চিঠি দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইউটিউবের ওয়েবসাইটে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের নানা স্তরে জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব খুলে দেয়ার দাবি ওঠে, বিষয়টি গণমাধ্যমেও গুরুত্ব পায়। এ বছরের ২৩শে জুন যুক্তরাষ্ট্রে ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে।