সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৫, ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইপ্যাডের চেয়ে কম দামে সারফেস বিক্রির পরিকল্পনা
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইপ্যাডের চেয়ে কম দামে সারফেস বিক্রির পরিকল্পনা
৬০০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইপ্যাডের চেয়ে কম দামে সারফেস বিক্রির পরিকল্পনা

 আইপ্যাডের চেয়ে কম দামে সারফেস বিক্রির পরিকল্পনা

মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত নিজস্ব সারফেস ট্যাবলেট অ্যাপলের আইপ্যাডের চেয়ে কম হবে। বাজারের দখল নিতে প্রতিষ্ঠানটি মূল প্রতিদ্বন্দ্বী অ্যাপলের চেয়ে কম দামে ট্যাবলেট বিক্রির পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের।
ওয়াইফাই সুবিধাযুক্ত মাইক্রোসফট সারফেসের ৩২ জিবি সংস্করণ ৪৯৯ ডলারে বাজারে পাওয়া পাবে। একই সুবিধাযুক্ত অ্যাপল আইপ্যাড সংস্করণ বাজারে পাওয়া যায় ৫৯৯ ডলারে। আইপ্যাডের চেয়ে লম্বা ও কিছুটা ভারী সারফেস ২৬ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে। একই দিন থেকে মাইক্রোসফট উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ বাজারে পাওয়া যাবে। ২০১০ সালে আসার পর এখন ট্যাবলেট কম্পিউটার বাজারের ৭০ শতাংশ অ্যাপল আইপ্যাডের দখলে রয়েছে। সারফেস আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী হতে পারবে বলে মাইক্রোসফট আশা প্রকাশ করছে।
আইপ্যাড বাজারে আসার পর নোটবুকের জনপ্রিয়তা কমে গেছে। এ ছাড়া পিসি বাজার আর আগের মতো জনপ্রিয় নয়। ফলে মাইক্রোসফট উইন্ডোজের ওপরও এর ব্যাপক প্রভাব পড়েছে। উল্লেখ্য, মাইক্রোসফট উইন্ডোজ এখনো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ওএস।
এআরএম হোল্ডিংসের নকশাকৃত এনভিডিয়া করপোরেশনের চিপ দ্বারা চলবে সারফেস। উইন্ডোজ ৮এর যে সংস্করণটি সারফেস ট্যাবলেটে ব্যবহার করা হবে, তা মাইক্রোসফটের পুরনো অ্যাপ্লিকেশন সমর্থন করে না। তবে মাইক্রোসফট অফিস, এক্সবক্স গেমস, ভিডিও এবং মিউজিক অ্যাপ্লিকেশন সারফেসে চলবে। ওয়াইফাই ছাড়াও সারফেসে দুটি ক্যামেরা ও ইউএসবি পোর্ট থাকবে। এ ছাড়া টাচ কভারসহ ৩২ জিবি মডেল ৫৯৯ ডলারে পাওয়া যাবে। টাচ কভারটি কালো রঙের এবং একে কিবোর্ড হিসেবেও ব্যবহার করা যাবে। টাচ কভারসহ ৬৪ জিবি মডেলের দাম পড়বে ৬৯৯ ডলার। যুক্তরাষ্ট্র ও কানাডায় মাইক্রোসফট স্টোর ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং ও ব্রিটেনের বাজারে সারফেস ট্যাবলেট পাওয়া যাবে। কয়েক মাসের মাথায় সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
গত জুনে সারফেস ট্যাবলেট তৈরির কথা জানানোর পর এত দিন পর্যন্ত ডিভাইসটির দাম নিয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে তারা জানিয়েছিল, এটি প্রতিদ্বন্দ্বিতামূলক দামে ছাড়া হবে। অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন, অ্যাপলের সর্বনিম্ন ৩৯৯ ডলার দামের আইপ্যাড ২ এর চেয়েও কম রাখা হতে পারে এ ট্যাবলেটের দাম। এ ছাড়া অ্যামাজনের কিন্ডেল ফায়ার এইচডি ও গুগলের নেক্সাস ৭ ট্যাবলেটের চেয়েও সারফেসের দাম কম হবে বলে জানিয়েছিলেন অনেকে। এ দুটি ডিভাইসের প্রত্যেকটির দাম ১৯৯ ডলার।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০