রবিবার ● ১৪ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস ল্যাপটপ বাজার এর ৮দিন ব্যাপি বর্ষপূর্তি উৎসব শুরু
বিসিএস ল্যাপটপ বাজার এর ৮দিন ব্যাপি বর্ষপূর্তি উৎসব শুরু
“বিসিএস ল্যাপটপ বাজার” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৩ হতে ২০ অক্টোবর ২০১২ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে উৎসব চলাকালে বিসিএস ল্যাপটপ বাজারের যে কোন শো’রুম থেকে ন্যূনতম পাঁচশত টাকার পণ্য কিনলেই সম্মানিত ক্রেতাদের দেয়া হবে আকর্ষণীয় উপহার। এছাড়াও কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যাপক প্রচার এবং গণসচেতনতা বেগবান করার লক্ষ্যে “বিসিএস ল্যাপটপ বাজার” নামে নিউজলেটার প্রকাশ করা হয়েছে। নিউজলেটারটি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে, ১৩ অক্টোবর মার্কেট চত্বরে কেক কেটে ৮ দিনব্যাপি উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, মহা-সচিব, ইষ্টার্ণ প্লাস দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।