বুধবার ● ১৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেপাল ভ্রমণের বিশেষ অফার দিল কম্পিউটার সোর্স
নেপাল ভ্রমণের বিশেষ অফার দিল কম্পিউটার সোর্স
প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ লিখে নেপাল ভ্রমণের বিশেষ অফার দিয়েছে কম্পিউটার সোর্স। এজন্য বন্ধুত্বের ভার্চুয়াল প্লাটফর্ম ফেসবুক থেকে কম্পিউটার সোর্স এর ফ্যান ক্লাবের ‘রাইট অ্যান্ড উইন‘ ফ্যান পেজে গিয়ে পোস্ট করতে হবে নিজের সেরা লেখা। প্রতিযোগিতা শেষে টানা তিন দিন দুই রাত গিরি কন্যা নেপাল ভ্রমণ করতে পারবেন প্রতিযোগিতায় অংশ নেয়া সেরা তিনজন লেখক। দেশীয় ব্রান্ড ডেস্কটপ পিসি সিএসএম এর সৌজন্যে ‘আমার প্রথম কম্পিউটার কেনার গল্পকথা’ প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে প্রতিযোগীকে তার পরিচয় নিবন্ধন করতে হবে। এরপর সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে নিজের প্রথম কম্পিউটার কেনার গল্পকথা লিখে পোস্ট করতে হবে। লেখা পোস্ট করার ঠিকানা- http://www.facebook.com/CSLFanclub/app_153284594738391। আগামী ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত জমা পড়া লেখা থেকে নির্বাচিত ২০টি লেখা ফেসবুকে প্রকাশ করা হবে। সেখানে পাঠকের পছন্দের ভিত্তেতে নির্বাচন করা হবে সেরা ৩টি গল্পকথা।