সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১১, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাইবার নিরাপত্তার জন্য ৩০০ কোটি রুপি বাজেট ভারতের
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাইবার নিরাপত্তার জন্য ৩০০ কোটি রুপি বাজেট ভারতের
৬০৬ বার পঠিত
বুধবার ● ১৭ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাইবার নিরাপত্তার জন্য ৩০০ কোটি রুপি বাজেট ভারতের

 সাইবার নিরাপত্তায় ৩০০ কোটি রুপি বিনিয়োগ করবে ভারত

সাইবার নিরাপত্তায় চলতি বছর ৩০০ কোটি রুপি বিনিয়োগ করবে ভারত। সাইবার হুমকি মোকাবেলায় দেশটিতে ন্যূনতম পাঁচ লাখ সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন বলে জানিয়েছে ভারত সরকার। খবর বিজনেস লাইনের।
সাইবার জগতের নিরাপত্তার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) তৈরির মাধ্যমে কাজ করতে চাইছে দেশটির সরকার। সাইবার অপরাধ দমনে এ গ্রুপ কাজ করবে। ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি অধিদফতরের সচিব জে সত্যনারায়ন গত সোমবার সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত আমাদের দেশে ২০ হাজার সাইবার অপরাধ সংগঠিত হয়েছে। গত বছর এর সংখ্যা ছিল ১৩ হাজার ৫০০টি।’
তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় দেশটির ন্যূনতম পাঁচ লাখ সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন। এ খাতের অপরাধ দমনে দেশটির সরকার প্রাথমিকভাবে পরীক্ষামূলক চারটি প্রকল্প চালু করেছে। এর মধ্যে রয়েছে এ-বিষয়ক একটি গবেষণাগার নির্মাণ, সাইবার অপরাধগুলোর বিষয়ে নিরীক্ষা, অপরাধের ক্ষতিগুলো চিহ্নিত এবং এগুলো দমনের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি করা।
জেডব্লিউজি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবেলার জন্য সুষ্ঠু এক ব্যবস্থা গড়ে তুলবে। সাইবার অপরাধ মোকাবেলায় কারা অর্থ দিতে পারবে, তা চিহ্নিত করার পাশাপাশি এ অপরাধ দমনে যুগোপযোগী নীতিনির্ধারণের বিষয়ে কাজ করবে এ গ্রুপ। পাশাপাশি দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসরকারি খাত সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তাবিষয়ক একটি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার বিষয়ে কাজ করতে পারে বলে জানান সত্যনারায়ন।
সাইবার অপরাধ সম্পর্কে ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, ‘আমরা লক্ষ করেছি সামাজিক যোগাযোগের সাইটগুলো ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে নেতিবাচক উপায়ে ব্যবহূত হচ্ছে। এ ধরনের ঘটনাগুলো মোকাবেলার পদ্ধতি আমাদের জানা নেই।’
তিনি আরও বলেন, ‘এ খাত নিয়ে গবেষণার পর আমরা সাইবার নিরাপত্তার জন্য পেশাজীবী গড়ে তুলতে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে।’



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন