বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্রেডিট কার্ডে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিট বুকিং ও টিকিট ক্রয়ের সুবিধা ৪আগষ্ট থেকে চালু হয়েছে
ক্রেডিট কার্ডে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিট বুকিং ও টিকিট ক্রয়ের সুবিধা ৪আগষ্ট থেকে চালু হয়েছে
ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করে অনলাইনে তথা ইন্টারনেটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিট বুকিং ও টিকিট ক্রয়ের সব সুবিধা আজ থেকে চালু হচ্ছে।
বিমানের ইন্টারনেট বুকিং ইঞ্জিন ও সিট রিজার্ভেশন ব্যবস্থার (আইবিই) পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বিমান অবশেষে তার সেবাকে সরাসরি গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যেতে সমর্থ হলো। বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১ নভেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আসন সংরক্ষণের জন্য ইন্টারনেট বুকিং ইঞ্জিন চালু করা হয়।
আইবিই মূলত ইন্টারনেটে আসন সংরক্ষণব্যবস্থা। ভ্রমণ ও পর্যটনশিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আইবিইর সেবা গ্রহণের মাধ্যমে আসন সংরক্ষণ ও বণ্টন ব্যবস্থায় কার্যকরী পরিবর্তন আনতে পেরেছে।
ইতিপূর্বে চালু হওয়া বিমানের ইন্টারনেট বুকিংব্যবস্থায় ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করা যেত না। এ অসুবিধা দূর হওয়ায় এখন ভিসা ও মাস্টারকার্ডে মার্কিন ডলার অথবা বাংলাদেশি টাকায় টিকিটের মূল্য পরিশোধ সাপেক্ষে অনলাইনে সিট বুকিং ও টিকিট কেনা যাবে।
ক্রেডিট কার্ডে প্রাপ্ত সব অর্থ থাইল্যান্ডের মেসার্স ক্যাসিকর্ন ব্যাংক হয়ে বিমানের তহবিলে জমা হবে। ইতিপূর্বে এ বিষয়ে দুই পক্ষ বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে।
ক্রেডিট কার্ড ব্যবস্থা চালু হওয়ায় যাত্রীদের এখন আর বিমান অফিসে গিয়ে টিকিট সংগ্রহ করার প্রয়োজন হবে না। আসন সংরক্ষণ তথা অনলাইনে টিকিট কেনার সময় যাত্রী উড়োজাহাজের ভেতরে তাঁর পছন্দের আসন (জানালার পাশে বা ভেতর দিকে), খাবার তালিকা ইত্যাদি নির্বাচন করে নিতে পারবেন। অনলাইন যাত্রীদের চেকইনের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টার থাকবে।
১৯৮৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কম্পিউটার-ভিত্তিক রিজার্ভেশন ব্যবস্থা চালু করা হয়। ২০০৭ সালে চালু হয় ইলেকট্রনিক টিকিট। ওয়েব-বেইজড ইন্টারনেট বুকিং ইঞ্জিন প্রবর্তন হয় ২০১০ সালে। বর্তমান পদক্ষেপ এ ব্যবস্থারই একটা উন্নত সংস্করণ।
উল্লেখ্য, বিশ্বের প্রায় সব বিমান সংস্থায় এই ধরনের সুযোগ-সুবিধা আছে। এসব বিমানে আন্তর্জাতিকভাবে ক্রেডিট কার্ডে টিকেট কেনা, অনলাইনে বুকিং দেওয়া, অনলাইনে চেক-ইন করাসহ নানা ধরনের সুবিধা বিদ্যমান। অনলাইনভিত্তিক এসব সেবা গ্রাহকদের সময় ও খরচ সাশ্রয়ে ভূমিকা রাখছে।