বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জমে উঠেছে কুমিল্লার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির মেলা
জমে উঠেছে কুমিল্লার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির মেলা
‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২’ এর ২য় দিনেই জমে উঠেছে। সকালে প্রদর্শনী শুরু হওযার পর দর্শকরা আসতে শুরু করেন। প্রযুক্তিপ্রেমী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি ছিল অভিভাবকসমেত শিশুদের উপস্থিতি। অনেকে আসে গেমিং প্রতিযোগিতায় অংশ নিতে, অনেকে আসে দলবেধে গেমিং প্রতিযোগতায় উপভোগ অথবা কাছের বন্ধুকে সমর্থন দিতে। প্রদর্শনীতে প্রযুক্তিপণ্য প্রদর্শন এবং বিকিকিনি দুটোই চলছে সমান্তরালে। বৃহত্তর কুমিল্লার এই সর্ববৃহৎ কম্পিউটার ও ডিজিটাল মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি পণ্যের উপর নানাবিধ ছাড় দিয়েছে। মেলায় আসা কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জানান বন্ধুরা মিলে মেলায় এসেছি সময়ের সব আধুনিক প্রযুক্তিগুলোর সাথে পরিচিত হতে এবং পছন্দের পণ্যটি নিয়ে যেতে। মেলায় কিছুটা মূল্য ছাড় এবং ভালো ও বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহার থাকে বিধায় পণ্য ক্রয়ে সুবিধা বলে জানান, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একদল শিক্ষার্থী জানায়, আমরা খুবই উচ্ছসিত মেলায় এসে, কেননা বন্ধুরা অনেকে কম্পিউটার কিনেছে মেলা থেকে, সাথে নানা উপহার, এ ধরনের ডিজিটাল মেলা কুমিল্লায় নির্দিষ্ট সময় অন্তর আয়োজন করা হলে এ অঞ্চলের বিশেষ করে আমাদের জন্য খুব ভালো হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখার আয়োজনে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আগামী ১৩ অক্টেবার রাত ৮ টা পর্যন্ত চলবে এ প্রর্দশনী। পণ্য প্রদর্শনীর পাশাপাশি প্রর্দশনীতে রয়েছে ফ্রি ইন্টানেট জোন, কুইজসহ নানা আয়োজন। আগামী ১২ অক্টোবর প্রর্দশনীতে রয়েছে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর উপর সেমিনার।