সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৬, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১০ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে সাইবার হামলা
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে সাইবার হামলা
৭১৮ বার পঠিত
বুধবার ● ১০ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে সাইবার হামলা

ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে সাইবার হামলা

ইরানের তেল ও গ্যাসক্ষেত্র লক্ষ্য করে ক্রমাগত সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। তবে সব হামলাই এখন পর্যন্ত সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। ইরানের এক সরকারি কর্মকর্তা সম্প্রতি দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজকে এ তথ্য জানান। খবর রয়টার্সের।
২০১০ সালে দেশটির ইউরেনিয়ামসমৃদ্ধ স্থাপনায় স্টাক্সনেট ভাইরাস ছাড়া হয়। এরপর দেশটি সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তেহরান থেকে দাবি করা হয়, এ হামলার পেছনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল।
ইরানের তেলক্ষেত্রগুলোর তথ্য ও যোগাযোগব্যবস্থার প্রধান মোজাম্মদ রেজা গোলশানি মেহের নিউজকে জানান, ইরানের তেলক্ষেত্রের তথ্য ভাণ্ডারে সম্প্রতি সাইবার হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ইসরায়েল ও আরও কয়েকটি দেশ থেকে এ হামলা চালানো হয়েছে। তবে তারা সুবিধা করে উঠতে পারেনি। তাদের হামলার সমুচিত জবাব দেয়া হয়েছে।
ইসরায়েলের কর্মকর্তারা এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সম্প্রতি তারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দেয়। দেশটি পরমাণু সমৃদ্ধকরণের কার্যক্রম বন্ধ না করলে হামলা চালানো হবে বলে বারবার হুমকি দিচ্ছে ইসরায়েল। পরমাণু কার্যক্রম বন্ধ করতে চাপ দেয়ার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পশ্চিমা শক্তিগুলো সন্দেহ করছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ইরানের দাবি, কেবল শান্তিপূর্ণ কার্যকলাপের জন্য এগুলো ব্যবহার করা হবে।
গত সপ্তাহে ইরানের আরেক সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে দেশটিতে ইন্টারনেট ব্যবস্থা কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছিল।
গত মাসে ইরানের রেভলিউশনারি গার্ডের এক কমান্ডার জানিয়েছিলেন, সাইবার যুদ্ধে নিজেকে রক্ষা করতে সমর্থ ইরান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্মুখ যুদ্ধের চেয়েও এ যুদ্ধের ভয়াবহতা বেশি হবে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি