বুধবার ● ১০ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় গুগলের নিয়োগ পরীক্ষা
ঢাকায় গুগলের নিয়োগ পরীক্ষা
।।নুরুন্নবী চৌধুরী।। বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী নিয়োগ দেবে গুগল। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সরাসরি সাক্ষাৎকার গ্রহণের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বুয়েটে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সিএসই বিভাগের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
এ বিষয়ে গতকাল বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ প্রথম আলোকে জানান, ‘তিন মাস ধরেই গুগলের সঙ্গে যোগাযোগ হচ্ছিল। একই প্রক্রিয়ায় ভারতেও এমন নিয়োগ হয়। এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ইন্টারভিউর জন্য গুগলের প্রধান অফিসে নিয়ে যাওয়া হবে। চূড়ান্ত পর্বে নির্বাচিত শিক্ষার্থীরাই ২০১৩ সালের অক্টোবরে গুগলে যোগ দেবে।’ একই পদ্ধতিতে গুগল নিয়মিতভাবে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।
সরাসরি প্রকৌশলী নেওয়ার জন্য গুগলের ভারত অফিসের একটি দল ঢাকায় এ লিখিত পরীক্ষা নিচ্ছে। গুগলের ভারত অফিসের কর্মকর্তা অশ্বিনী শর্মার নেতৃত্বে এই নির্বাচনী পরীক্ষা পরিচালিত হচ্ছে। নির্বাচিত যোগ্য প্রার্থীদের গুগল যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাঠানো হবে। আজ সকাল সাড়ে ১০টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৮০ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।