মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ই প্যাড ট্রান্সফরমার ট্যাবলেট পিসি এখন ৫৮ হাজার টাকায়
ই প্যাড ট্রান্সফরমার ট্যাবলেট পিসি এখন ৫৮ হাজার টাকায়
বিশ্বখ্যাত আসুস পণ্যের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের নিয়ে আসা ই প্যাড ট্রান্সফরমার টিএফ১০১জি মডেলের ট্যাবলেট পিসিটি এখন ৫৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে রয়েছে এন্ড্রয়েড ফাংশন কী এবং কোয়ের্টি কীবোর্ডের সমন্বয়ে আলাদা ডকিং স্টেশন , যা ট্যাবলেট ট্রান্সফরমারের সাথে সংযোগ দিয়ে পূর্ণাঙ্গ ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায়। এন্ড্রয়েড ৩.২ হানিকম্ব অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবলেট পিসিটিতে ৩য় প্রজন্মের (থ্রি জি) মডেম থাকায় দেশের বিদ্যমান জিএসএম সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। এনভিডিয়া টেগরা২ ডুয়াল কোর ১ গিগাহার্জ প্রসেসর এবং ১ জিবি র্যামের এই পিসিটিতে রয়েছে আইপিএস (ওচঝ) প্যানেলের ১০.১-ইঞ্চির মাল্টি-টাচ্ ডিসপ্লে, ১৬ জিবি এসএসডি (ঝঝউ) স্টোরেজ ডিভাইস প্রভৃতি। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩৫৫, ৯১৮৩২৯১।