মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ওলো’র অবৈধ কার্যক্রম বন্ধে হাইকোর্টের রুল
ওলো’র অবৈধ কার্যক্রম বন্ধে হাইকোর্টের রুল
তারবিহীন ইন্টারনেট সংযোগ প্রদান ও বিভিন্ন লাইসেন্সের আওতায় পাওয়া তরঙ্গ ভাগাভাগি করা প্রতিষ্ঠান ওলো’র অবৈধ কার্যক্রম বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড, নিউ জেনারেশন গ্রাফিক্স লিমিটেড এবং ওলো ওয়ারলেস ইন্টারনেটকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর জনৈক মো. ওমর ফারুক রিট আবেদনটি দায়ের করেছিলেন।