মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাকিস্তানে ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে সরকার
পাকিস্তানে ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে সরকার
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’সহ বিভিন্ন আপত্তিকর বিষয়ের প্রচারণা থেকে বিরত রাখতে পাকিস্তান সরকার ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। গতকাল একজন সরকারি কর্মকর্তা এ খবর জানান। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ইসলামবিরোধী চলচ্চিত্রের ফুটেজ ওয়েবসাইটে আসার পর তারা আপত্তিকর ২০ হাজার ব্লগ ও ওয়েবসাইট বন্ধ করেছেন।
আদালতের আদেশ সুস্পষ্টভাবে অনুসরণ করেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ইন্টারনেটে ইসলামবিরোধী সিনেমার ফুটেজ বন্ধের ব্যর্থতার জন্য পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রুজু করার ব্যাপারে লাহোরের একটি আদালতের আদেশের কথা উল্লেখ করেন।
ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সমগ্র পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ও এর ফলে ২৩ জন নিহত ও শত কোটি রুপি মূল্যের সম্পত্তি নষ্ট হয়েছে।