সোমবার ● ৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য কমাতে বেসিসের প্রস্তাব
ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য কমাতে বেসিসের প্রস্তাব
গত রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর ও মহাসচিব রাসেল টি আহমেদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বেসিসের নেতারা গত জানুয়ারি মাসে বিটিআরসি প্রণীত খসড়া ভ্যালু অ্যাডেড সার্ভিস নীতিমালা বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য কমানোর ব্যাপারে লিখিত প্রস্তাব দেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস উপস্থিত ছিলেন।