সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৫, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » করপোরেট কার্যালয় কিনতে রেকর্ড ব্যয় অ্যামাজনের
প্রথম পাতা » আইসিটি আপডেট » করপোরেট কার্যালয় কিনতে রেকর্ড ব্যয় অ্যামাজনের
৬১৭ বার পঠিত
সোমবার ● ৮ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করপোরেট কার্যালয় কিনতে রেকর্ড ব্যয় অ্যামাজনের

 করপোরেট কার্যালয় কিনতে রেকর্ড ব্যয় অ্যামাজনের

অনলাইন শপিং সাইট অ্যামাজন ডটকম যুক্তরাষ্ট্রের সিয়াটলে নতুন করপোরেট কার্যালয় কিনতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করবে। ১৮ লাখ বর্গফুটের জায়গা কিনতে প্রতিষ্ঠানটির ব্যয় হবে ১১৬ কোটি ডলার। খবর রয়টার্সের।
গত শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিয়াটলের সাউথ লেক ইউনিয়ন এলাকায় ১১টি দালান কিনবে অ্যামাজন। ১৮ লাখ বর্গফুট এলাকায় থাকা এ ভবনগুলো ভালকান রিয়েল এস্টেটের কাছ থেকে কিনবে অ্যামাজন। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের বিনিয়োগ প্রতিষ্ঠান ভালকান রিয়েল এস্টেট। তিনি বিল গেটসের স্কুল জীবনের বন্ধু।
বিপুল এ অর্থ ব্যয় করার মাধ্যমে রেকর্ড করতে যাচ্ছে অ্যামাজন। এ বছর দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক আবাসন চুক্তি হবে এটি। চুক্তি অনুযায়ী, অ্যামাজন প্রতি বর্গফুটের জন্য ৬৪৪ ডলার দেবে। রিয়াল ক্যাপিটাল অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, সিয়াটল এলাকার বাণিজ্যিক ভবনগুলোর প্রতি বর্গফুটের গড় মূল্য ৩০৮ ডলার। অ্যামাজন এর দ্বিগুণেরও বেশি দাম দিচ্ছে।
অ্যামাজনের আগে কোনো প্রতিষ্ঠান সিয়াটলে কার্যালয় কিনতে এত বেশি ব্যয় করেনি। প্রতিষ্ঠানটির ৫০ হাজার কর্মীর জন্য সিয়াটলে এ ভবনগুলোর পাশাপাশি নতুন করে ভবন গড়ে তুলবে।
বিপুল অর্থ ব্যয়ে ভবনগুলো কেনার বিষয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এ বিষয়ে মর্নিংস্টারের এক বিশ্লেষক বলেন, অ্যামাজন এখন অনেক বড় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সদর দফতর এখন বড়ই হওয়া উচিত। এ ছাড়া এ রকম ভবন কেনার ফলে এ এলাকার ওপর অ্যামাজনের এক ধরনের নিয়ন্ত্রণ থাকবে।
চতুর্থ প্রান্তিক নাগাদ এ ভবনগুলো ক্রয়ের কাজ শেষ হবে বলে প্রতিষ্ঠানটি জানায়। এ-সম্পর্কিত সব কাজ শেষ হবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে। সাউথ লেক ইউনিয়ন এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পছন্দের জায়গা বলে বিবেচিত হচ্ছে। এ ছাড়া ফ্যাশনেবল রেস্টুরেন্টের জন্য জায়গাটি ব্যাপক পরিচিত।
সিয়াটলের সাউথ লেক ইউনিয়ন একসময় পরিত্যক্ত এলাকা ছিল। অঞ্চলটিকে জাঁকজমকপূর্ণ করার পেছনে পল অ্যালেনের ব্যাপক অবদান রয়েছে। আগস্টের শেষ দিকে ভবনগুলো বিক্রির ঘোষণা দিয়েছিল ভালকান রিয়েল এস্টেট। ভবনগুলো বিক্রি থেকে আসা আয়ের একাংশ অন্যান্য আবাসন ব্যবসায় বিনিয়োগে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। - এসবিবি



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট