সোমবার ● ৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আজ কুমিল্লা ডিজিটাল এক্সপো ২০১২ শুরু
আজ কুমিল্লা ডিজিটাল এক্সপো ২০১২ শুরু
গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত কুমিল্লা একটি প্রাচীন জনপদ। শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যেরও অনন্য ধারক এই কুমিল্লা। শালবন বিহার আর লালামাই পাহাড়, ময়নামতি জাদুঘড়, শাহ্ সুজা মসজিদ, কোটিলা মুড়া, চন্ডিমুড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার স্ট্রিট, ধর্মসাগর আর রানীর দিঘীসহ নানা ঐতিহাসিক নিদর্শন আকর্ষণ করে ইতিহাসবিদ ও পর্যটকদের। বহুগুণী মানুষের স্মৃতিকে আঁকড়ে ধরে এই জেলা শহর সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতিতে, এ জেলারই সন্তান সংগীতজ্ঞ শচীন দেব বর্মন, রাজনীতিবিদ ধীরন্দ্রনাথ দত্ত, কুমিল্লা মডেলের পথিকৃৎ ড. আখতার হামিদ খান। কুমিল্লা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংষ্কৃতিকসহ নানান ক্ষেত্রে অবদান রেখে চলেছে। নিজস্ব ঐহিত্যের ধারক ও বাহক এই অঞ্চলের জনগণকে তথ্যপ্রযুক্তি সম্পৃক্ত করতে সমিতির কুমিল্লা শাখার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২’। আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের মধ্যে আধুনিককালের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) তথা কম্পিউটার বিজ্ঞানের কলাকৌশল বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং এসব বিষয়ে তাদেরকে সম্যক ধারণা প্রদান করা লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে কুমিল্লায় এই প্রথম এ ধরণের কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি, কুমিল্লা শাখার যৌথ উদ্যোগে আগামী ০৯-১৩ অক্টোবর ২০১২ সময়কালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম, কুমিল্লায় পাঁচ দিনব্যাপী কুমিল্লার বৃহত্তম কম্পিউটার মেলা ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২’ শিরোনামে তথ্যপ্রযুক্তির এই মিলনমেলা আয়োজিত হতে যাচ্ছে।