রবিবার ● ৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফেসবুকের কারণে খুন!
ফেসবুকের কারণে খুন!
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের একটি পোস্ট নিয়ে বাকবিতণ্ডার জেরে পুয়ের্তো রিকোয় খুন হয়েছে জেসাস রিভেরা আলগারিন নামে এক ব্যক্তি। পুলিশের বক্তব্য অনুযায়ী, উইলনিলিয়া সানচেজ ফ্যালকন নামে এক ইতালিয়ান নারী তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। উইলনিলিয়ার সঙ্গে জেসাস রিভেরার প্রেম ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
দ্য ডেইলি মিররে প্রকাশিত প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, পুয়ের্তো রিকোর কোমারিও শহরে এ ঘটনা ঘটেছে। জেসাস রিভেরা খুন হওয়ার সময় বাসায় উইলনিলিয়ার দুই মাস বয়সী কন্যা এবং ১০ বছর বয়সী পুত্র বাড়িতে ছিল। তবে তাদের চোখের সামনে এ ঘটনা ঘটেছে কি না, তা অবশ্য পুলিশ বলতে পারেনি। পুয়ের্তো রিকো পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কান্ডিডো পাগানের বক্তব্য অনুযায়ী, উইলনিলিয়া সানচেজ ফ্যালকনের বিরুদ্ধে খুনের অভিযোগ দাখিল করা হবে।