শুক্রবার ● ৫ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের মাল্টিফাংশনাল ইঙ্কজেট প্রিন্টার বাজারে
বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের মাল্টিফাংশনাল ইঙ্কজেট প্রিন্টার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-জে৩১৫ডব্লিউ মডেলের মাল্টিফাংশনাল ইঙ্কজেট প্রিন্টার। এতে রয়েছে প্রিন্ট, কপি, স্ক্যান, ওয়্যারলেস নেটওয়ার্কিং, ডাইরেক্ট ফটো প্রিন্ট প্রভৃতি ফাংশন। ৩২ মেগা বাইট বিল্ট-ইন মেমোরীর এই ডিভাইসটিতে রয়েছে ১.৯-ইঞ্চির কালার ডিসপ্লে, যার মাধ্যমে প্রিন্টারটির ফাংশনগুলো পরিচালনা করা যায়। ব্যবহারকারীর সুবিধার্থে এতে রয়েছে ইউএসবি ২.০, মিডিয়া কার্ড রিডার, ওয়্যারলেস ল্যান ইন্টারফেস, তাই এর মাধ্যমে কম্পিউটার ছাড়াই সরাসরি ডিজিটাল মিডিয়া কার্ড, ডিজিটাল ক্যামেরা বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে ফটো বা পোস্টার প্রিন্ট করা যায়। এছাড়া এর কালার প্রিন্টের সর্বোচ্চ গতি ২৮ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ৬০০০ বাই ১২০০ ডিপিআই, কালার কপির গতি ২০ সিপিএম, কপি রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই, স্ক্যান রেজ্যুলেশন ১২০০ বাই ২৪০০ ডিপিআই এবং এতে রয়েছে সর্বোচ্চ ১০০-শীট পেপার ইনপুট ট্রে প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৯,৩০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩৩০, ৯১৮৩২৯১।