বুধবার ● ৩ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » মাইক্রোনেটের নতুন আইপি ক্যামেরা
মাইক্রোনেটের নতুন আইপি ক্যামেরা
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৫৫১২ডব্লিউ মডেলের নতুন ওয়্যারলেস আইপি ক্যামেরা। অফিস বা বাসার নজরদারীর জন্য আদর্শ এই আইপি ক্যামেরাটিকে যে কোন জায়গায় অনায়াসে ইনস্টল করে ইন্টারনেটের নেট ব্রাউজারের মাধ্যমে কাঙ্খিত জায়গার মনিটরিং করা যায়। এতে রয়েছে আইট্রিপলই৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান এবং ১টি ১০/১০০এম ইথারনেট ল্যান পোর্ট। আকারে ছোট হলেও এর মাধ্যমে একই সাথে এমজেপিজি এবং এমপিইজি-৪ ইমেজ কম্প্রেশনের ভিজিএ (৬৪০বাই৪৮০) রেজ্যুলেশনের ভিডিও চিত্র ধারণ করা যায়। এটি ৪এক্স ডিজিটার ঝুম, এলার্ম স্নেপ শট, ট্রিপল-উইন্ডো মোশন ডিটেকশন এবং আইফোনের নেটভিউ, এন্ড্রোয়েড ওএসের বিল্ট-ইন ব্রাউজারসহ থ্রিজি সেলুলার ফোন সাপোর্ট করে। মূল্য রাখা হয়েছে ১৫,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩৫৩, ৮১২৩২৮১।