বুধবার ● ৩ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এবার অ্যাপলের বিরুদ্ধে স্যামসাং এর মামলা
এবার অ্যাপলের বিরুদ্ধে স্যামসাং এর মামলা
অ্যাপলের সাম্প্রতিক পণ্য বাজারে আসা আইফোন ৫ পেটেন্ট লঙ্ঘন করেছে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা করেছে স্যামসাং। ২ অক্টোবর অ্যাপলের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলেই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
নতুন মামলা সম্পর্কে স্যামসাং জানিয়েছে, ‘মামলা করা ছাড়া আমাদের গত্যন্তর ছিল না। স্যামসাংয়ের উদ্ভাবন ও মেধাস্বত্ব রক্ষায় অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলা করতেই হয়েছে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের আরেকটি আদালত স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব অ্যাপলের পেটেন্ট লঙ্ঘন করেনি বলে রায় দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। পাশাপাশি এ মামলায় হেরে যাওয়ায় অ্যাপলকে ২৬ লাখ ডলার জরিমানা ধার্য করেছেন।
উল্লেখ্য, এর আগে পেটেন্ট বিষয়ক একটি মামলায় যুক্তরাষ্ট্রের আদালত অ্যাপলের পক্ষে রায় দিয়েছিলেন এবং স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেন। স্যামসাং ও অ্যাপল ১০ টি দেশে পরস্পর পেটেন্ট মামলা লড়ছে। -এসপিএ